ইউক্রেন সংকটের রাজনৈতিক নিষ্পত্তিতে ছয়টি মতৈক্য আন্তর্জাতিক সমাজের সাধারণ প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ: চীনা মুখপাত্র
2024-09-13 18:51:55

সেপ্টেম্বর ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন যে, ইউক্রেন সংকটের রাজনৈতিক নিষ্পত্তিতে চীন ও ব্রাজিলের ছয়টি ঐকমত্য এ পর্যন্ত ১১০টিরও বেশি দেশের ইতিবাচক সাড়া পেয়েছে এবং যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ।

 ছয়টি ঐকমত্য নিয়ে মাও নিং আরো বলেন,

‘চীন ও ব্রাজিলের প্রস্তাবিত ছয়টি ঐকমত্যের লক্ষ্য হল পরিস্থিতি প্রশমনের এই জরুরি কাজের ওপরে ফোকাস করা। ঐকমত্যটি ‘তিনটি নীতি’ মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেয়, অর্থাৎ যুদ্ধক্ষেত্র ছড়িয়ে না দেওয়া, যুদ্ধ বাড়িয়ে না দেওয়া, পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিরোধিতা করা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিরোধিতা করা এবং বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখা। শান্তি আলোচনার প্রচার এবং ইউক্রেনীয় সংকটের রাজনৈতিক নিষ্পত্তিতে চীন গঠনমূলক ভূমিকা পালন করে যাবে বলেও উল্লেখ করেন মুখপাত্র।

(লিলি/হাশিম/সুবর্ণা)