অর্থনৈতিক অংশীদারিত্বকে দৃঢ় করতে স্পেনের সঙ্গে কাজ করবে চীন
2024-09-13 16:43:36

সেপ্টেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: পরিবেশবান্ধব জ্বালানি এবং ক্রস-বর্ডার ই-কমার্সের মতো উদীয়মান শিল্পে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত চীন ও স্পেন।

গতকাল বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।

মুখপাত্র হ্য ইয়ংছিয়ান নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী  এবং অর্থনৈতিক অংশীদারিত্বকে দৃঢ় করতে স্পেনীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সম্প্রতি একটি বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে চীনে এসেছিলেন। সেসময় একটি বৈঠকে উভয় দেশের ৬০ জনেরও বেশি প্রতিনিধি যোগ দিয়েছিলেন। সে বৈঠকে চীন এবং স্পেনের ব্যবসায়িক নেতারা পরিবেশবান্ধব জ্বালানি, ক্রস-বর্ডার ই-কমার্স, বিগ ডেটা এবং স্বল্প উচ্চতার অর্থনীতির মতো উদীয়মান শিল্পে সুযোগ অন্বেষণ করার পাশাপাশি যৌথভাবে অন্যান্য বাজারে প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন।’

শুভ/শান্তা