হাইনানে প্লাবিত কৃষিজমির ড্রেজিং কাজ সম্পন্ন
2024-09-13 18:51:05

সেপ্টেম্বর ১৩: বর্তমানে হাইনানে প্লাবিত কৃষিজমির ড্রেজিং কাজ সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট দুর্যোগ পরবর্তী পুনর্গঠন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। টাইফুন ‘ইয়াকি’ পরিস্থিতি মোকাবেলা বিষয়ে হাইনান প্রাদেশিক জরুরি কমান্ডের গতকালের (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন থেকে এ তথ্য পাওয়া গেছে।

হাইনান প্রাদেশিক কৃষি ও গ্রাম বিষয়ক বিভাগের উপ-পরিচালক লিন মো সিয়ে বলেছেন যে, বর্তমানে, মূলত প্লাবিত কৃষিজমির ড্রেজিং কাজ সম্পন্ন হয়েছে। ৩৩ হাজার ৬৬৭টি মাছ ধরার নৌকার সমুদ্রে মাছ ধরার ক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে, যা প্রদেশের সকল সামুদ্রিক মাছ ধরার নৌকার ৯৭ শতাংশ।

১১ সেপ্টেম্বর পর্যন্ত হাইখৌ ও তিনআনসহ ছয়টি প্রধান দুর্যোগ-কবলিত শহর ও জেলার ১০৬টি নেতৃস্থানীয় কৃষি উদ্যোগের মধ্যে ৮১টি আবার উৎপাদন শুরু করেছে।

(লিলি/হাশিম/সুবর্ণা)