সেপ্টেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়াতে আধুনিকীকরণের প্রচেষ্টা তুলে ধরে একটি মাল্টিমিডিয়া সিরিজ চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।
হংকং-ম্যাকাও দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল ছাড়াও কুয়াংতোং প্রদেশের ৯টি শহর-কুয়াংচৌ, শেনচেন, চুহাই, হুইচৌ, তংকুয়ান, চুংশান, চিয়াংমেন এবং চৌছিং নিয়ে বৃহত্তর উপসাগরীয় অঞ্চল গঠিত।
বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের সংস্কারকে গভীর করতে সমন্বিত একটি উদ্যোগ শিরোনামে মাল্টিমিডিয়া সিরিজের মধ্যে ১০০ পর্বের প্রোগ্রাম প্রচারের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে, মাতৃভূমিতে ম্যাকাওর প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী উদযাপনের জন্য ‘ব্লুমিং ইনটু দ্য ফিউচার’ শিরোনামের একটি বিশেষ গানের প্রিমিয়ার করে সিএমজি।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি