সেপ্টেম্বর ১২: ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে’ (বিআরআই) অংশগ্রহণকারী দেশগুলোর মেধাস্বত্ব বিষয়ক তৃতীয় উচ্চ-স্তরের সম্মেলন গতকাল (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী তিং সুয়ে সিয়াং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তৃতা করেন।
বক্তৃতায় তিনি বলেন, চীন বিআরআইতে অংশগ্রহণকারী দেশগুলোর সহযোগিতা জোরদার করার ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। প্রেসিডেন্ট সি চিন পিং উল্লেখ করেছেন যে, মেধাস্বত্বের ব্যবস্থা যৌথভাবে বিআরআই’র উচ্চমানের নির্মাণের প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব পক্ষের যৌথ প্রচেষ্টায় বিআরআইতে অংশগ্রহণকারী দেশগুলোর মেধাস্বত্বের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে বলে তিং সুয়ে সিয়াং উল্লেখ করেন।
তিনি আরো বলেন, চীন মেধাস্বত্বের উন্নয়নকে এগিয়ে যাওয়া এবং বিআরআই সহয়োগিতায় উচ্চমানের যৌথ নির্মাণে আরও শক্তি সঞ্চারের করার জন্য সব পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক। প্রথমত, উচ্চমানের মেধাস্বত্ব তৈরিতে সমর্থন করার জন্য একসঙ্গে কাজ করা এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার উদ্যোগ গভীরভাবে বাস্তবায়ন করা। দ্বিতীয়ত, উচ্চ-স্তরের মেধাস্বত্বের সুরক্ষার জন্য একসাথে কাজ করা এবং আইন অনুসারে সমস্ত ধরণের মেধাস্বত্বের লঙ্ঘন প্রতিরোধ করা। তৃতীয়ত, উচ্চ-দক্ষ মেধাস্বত্বের ব্যবহার এগিয়ে নেওয়া এবং সৃজনশীল পরিবেশ সৃষ্টি করার যথাসাধ্য প্রচেষ্টা করা। চতুর্থত, মেধাস্বত্বের দক্ষ বৈশ্বিক শাসনের প্রচারের জন্য একসাথে কাজ করা এবং সত্যিকারের বহুপাক্ষিকতা মেনে চলা।
(লিলি/হাশিম/তুহিনা)