ঐকমত্য বাস্তবায়ন ও সহযোগিতা গভীর করতে সম্মত চীন-মিসর
2024-09-12 20:49:24

সেপ্টম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনা ও মিসরীয় সরকারের প্রতিনিধিরা দুই রাষ্ট্রপ্রধানের দ্বারা উপনীত ঐকমত্যকে বাস্তবায়ন করতে এবং সহযোগিতা আরও গভীর করতে সম্মত হন। বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এক বৈঠকে তারা এ ঐকমত্য প্রকাশ করেন।

মিসরীয় জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব ইউসুফ আলা এল দীনের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উল্লেখ করেন, দুই দেশের নেতারা চীন-মিসর সম্পর্কের জন্য কৌশলগত দিকনির্দেশনা দিয়েছেন, যা দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও ঐক্যের একটি শক্তিশালী রাজনৈতিক গ্যারান্টি হিসেবে কাজ করছে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং বলেছেন, চীন দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে মূল চুক্তি বাস্তবায়ন করতে, সর্বাত্মকভাবে পারস্পরিক উপকারী সহযোগিতাকে আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে লক্ষ্যের দিকে এগিয়ে নিতে ইচ্ছুক।

ওয়াং উল্লেখ করেছেন, আরব, আফ্রিকান এবং ইসলামিক বিশ্বে উল্লেখযোগ্য প্রভাব রাখা এবং প্রধান উন্নয়নশীল দেশ হিসেবে মিসরকে নতুন ব্রিকস সদস্য হিসাবে স্বাগত জানানো হচ্ছে।

ওয়াং বলেন, মিসর এবং অন্যান্য ব্রিকস অংশীদারদের সঙ্গে বৃহত্তর ব্রিকস সহযোগিতাকে এগিয়ে নিতে, সাউথ-সাউথ সহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করতে এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর সাধারণ স্বার্থ রক্ষায় সহযোগিতা করতে প্রস্তুত চীন।

বেইজিংয়ে কিছুদিন আগে শেষ হওয়া চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনের সাফল্যে মিসরের অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন ওয়াং।

পূর্ণ সদস্য হিসেবে প্রথমবারের মতো ব্রিকস প্রক্রিয়ায় মিসরের অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেন এল-দীন এবং মূল্যবান সমর্থনের জন্য চীনকে ধন্যবাদ জানান। তিনি মিসর ও চীনের মধ্যে দৃঢ় পারস্পরিক আস্থা ও সম্পর্কের বিষয়টিও নিশ্চিত করেন।

তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে এগিয়ে নিতে এবং দুই দেশের নেতাদের নির্দেশনায় ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ করতে প্রতিশ্রুতিবদ্ধ মিসর। এল-দীন আরও বলেন, মিসর চীন-আফ্রিকা ও চীন-আরব রাষ্ট্র সহযোগিতা ফোরামে সক্রিয়ভাবে জড়িত থাকবে।