সেপ্টেম্বর ১২: চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং, গতকাল (বুধবার) সন্ধ্যায়, বিশেষ বিমানযোগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের চীনবিষয়ক বিশেষ দূত খালদুন এবং সেদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং ই মিং বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
বিমানবন্দরে লি ছিয়াং বলেন, ৪০ বছর আগে চীন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে, দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময়ই জোরালো উন্নয়নের গতি বজায় রেখেছে এবং সময়ের সাথে সাথে দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী হয়ে উঠেছে। চলতি বছরের মে মাসে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মাদের বৈঠক দু'দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা উন্নয়নে শক্তিশালী প্রেরণা যোগায়।
লি ছিয়াং আরও বলেন, “আমি সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহলের ব্যক্তিগণের সঙ্গে মতবিনিময় করতে চাই। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীকে সুযোগ হিসেবে নিয়ে, চীন ও সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর ও দৃঢ় করার জন্য চেষ্টা করবো এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতাকে আরও বেশি ফলপ্রসূ করতে সচেষ্ট হব।” (রুবি/আলিম/সুবর্ণা)