চিকিত্সা ট্যুরে চীনের ১৯৯টি জাতীয় চিকিত্সা দলের অংশগ্রহণ
2024-09-12 18:50:21

সেপ্টেম্বর ১২: ২০২৩ সাল পর্যন্ত চীনের জাতীয় গণস্বাস্থ্য কমিশনের অধীনে ১৮টি হাসপাতাল চিকিত্সা ট্যুরে অংশগ্রহণ করেছে, মোট ১৯৯টি জাতীয় চিকিত্সা দল মোট ১ হাজার ৩০০ জনেরও বেশি চিকিত্সা কর্মী পাঠিয়েছে। চীনের জাতীয় গণস্বাস্থ্য কমিশন গতকাল (বুধবার) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, চলতি বছর থেকে জাতীয় গণস্বাস্থ্য কমিশন প্রতি প্রান্তিকে ৪৪টি হাসপাতাল ও চিকিত্সা কেন্দ্র চিকিত্সা দল গঠন করে চিকিত্সা ট্যুর আয়োজন করে। চিকিত্সা ট্যুর প্রধানত তিব্বত, সিনচিয়াংসহ মধ্য ও পশ্চিম প্রদেশে চালানো হবে। এতে রয়েছে রোগ নির্ণয় ও চিকিত্সা, স্বাস্থ্য শিক্ষা প্রচার, চিকিত্সা কর্মীদের প্রশিক্ষণ, চিকিত্সা নির্দেশনা, টেলিমেডিসেন সহযোগিতা নেটওয়ার্ক প্রতিষ্ঠা ইত্যাদি কাজ। যা জনগণের জন্য উচ্চমানের চিকিত্সা পরিষেবা প্রদান করবে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)