চীন আরও বেশি ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর সঙ্গে অবাধবাণিজ্য আলোচনা করতে ইচ্ছুক
2024-09-12 20:03:39

সেপ্টেম্বর ১২: বিশ্ব বাণিজ্য সংস্থার সম্প্রতি প্রকাশিত ‘বিশ্ব বাণিজ্য রিপোর্ট ২০২৪’ সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীন সবসময় বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধিতা করে, অর্থনৈতিক বিশ্বায়ন সমর্থন করবে এবং বাণিজ্যের মাধ্যমে বিশ্বের উন্নয়ন ব্যবধান কমানোর চেষ্টা করে। চীন আরও বেশি ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর সঙ্গে অবাধবাণিজ্য আলোচনা করতে ইচ্ছুক। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

মুখপাত্র বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা সম্প্রতি প্রকাশিত ‘বিশ্ব বাণিজ্য রিপোর্ট ২০২৪’-এ বলা হয়েছে, বাণিজ্য সংরক্ষণবাদ ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান কমানোর প্রতিক্রিয়াকে ৩০ বছর পিছিয়ে দিতে পারে। এ সম্পর্কে মাও নিং বলেন, বাণিজ্য সংরক্ষণবাদ সব অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে, বিশেষ করে দরিদ্র ও অর্থনৈতিকভাবে প্রান্তিক দেশগুলোর জন্য। চীন উন্মুক্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ অবদানকারী। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ১০টি অংশীদারিত্বমূলক পদক্ষেপ প্রস্তাব করেছেন, এর মধ্যে রয়েছে একতরফাভাবে বাজার উন্মুক্তকরণ আরো সম্প্রসারণ করবে, আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলোর সব পণ্যের জন্য শূন্য শুল্ক সুবিধা দেবে, চীন এমন পদক্ষেপ নেওয়া প্রথম উন্নয়নশীল দেশ ও বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতি।

তিনি বলেন, চীন আরও বেশি ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর সঙ্গে অবাধবাণিজ্য করতে চায়, ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ’সহ বাস্তব সহযোগিতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্যিক মান ও দক্ষতা উন্নত করবে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)