হাইনানে পুরোদমে চলছে পুনরুদ্ধারকাজ
2024-09-12 20:50:50

সেপ্টেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: সুপার টাইফুন ইয়াগির পর দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনানে নির্মাণাধীন প্রায় ৭০ শতাংশ প্রকল্পের কাজ আবার শুরু হয়েছে। বুধবার প্রাদেশিক প্রশাসন জানিয়েছে এ তথ্য।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, মঙ্গলবার পর্যন্ত হাইনানজুড়ে নির্মাণাধীন ২৮৬০টি প্রকল্পের মধ্যে ১৯৭৯টির কাজ পুনরায় শুরু হয়েছে।

প্রাদেশিক প্রশাসন ১৫ সেপ্টেম্বরের মধ্যে টাইফুনের দ্বারা কম ক্ষতিগ্রস্ত অঞ্চলে অবস্থিত মূল শিল্প পার্কগুলোয় ৯০ শতাংশের বেশি উদ্যোগকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে, চীনজুড়ে মূল শিল্পপার্কগুলোর ৯৫ শতাংশ প্রতিষ্ঠানই উৎপাদন পুনরায় শুরু করবে বলে আশা করা হচ্ছে।

গত সপ্তাহে ইয়াগির কারণে হাইনানে ভূমিধস হয়েছে এবং দ্বীপজুড়ে অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন