ব্রিকসভুক্ত দেশগুলোর নিরাপত্তা বিষয়ক উচ্চ-প্রতিনিধিদের বৈঠক সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত
2024-09-12 17:38:55

সেপ্টেম্বর ১২: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্র বিষয়ক অফিসের পরিচালক ওয়াং ই গতকাল (বুধবার) সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা বিষয়ক ১৪তম ব্রিকসভুক্ত দেশগুলোর উচ্চ-প্রতিনিধিদের বৈঠকে যোগদান করেন।

রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই কুচুকেতোভিচ শোইগু বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বিশ্বব্যাপী হুমকি, সন্ত্রাসদমন ও নেট-নিরাপত্তা এবং বৈশ্বিক শাসনসহ নানা বিষয়ে গভীরভাবে মতবিনিময় হয়েছে এবং বৈঠককটি চলতি বছর ব্রিক্সভুক্ত দেশসমূহের শীর্ষ সম্মেলনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক প্রস্তুতি নিয়েছে।

ওয়াং ই ব্রিকস পরিবারে যোগদানের জন্য নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন যে, বিশ্ব আজ অশান্তি ও পরিবর্তনের একটি নতুন যুগে প্রবেশ করেছে, বিভিন্ন নিরাপত্তা হুমকি একে অপরের সাথে জড়িত এবং প্রতিধ্বনিত হচ্ছে, শান্তির ঘাটতি এবং নিরাপত্তা ঘাটতি অবিরাম অব্যাহত রয়েছে এবং উন্নয়নশীল দেশগুলোর উপর হস্তক্ষেপ, নিয়ন্ত্রণ এবং উৎপীড় বেড়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ব্রিকসভুক্ত দেশগুলো সহযোগিতার পরিকল্পনা এবং শান্তি কৌশল নিয়ে যে আলোচনা করেছে তা বিশেষ তাৎপর্যপূর্ণ। বিগত ১৮ বছরে, ব্রিকস প্রক্রিয়া সর্বদা উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, সহযোগিতা এবং জয়-জয়ের নীতিগুলো মেনে চলে এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার একটি দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছে। ব্রিকসভুক্ত দেশগুলো বিশ্ব শান্তি রক্ষা, অভিন্ন উন্নয়ন, বৈশ্বিক শাসন ব্যবস্থার উন্নতি এবং আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রীকরণের প্রচারে ক্রমবর্ধমান একটি গঠনমূলক শক্তি হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক বিষয়ে তাদের ইতিবাচক, স্থিতিশীল এবং কল্যাণকর ভূমিকা আরও বিশিষ্ট হয়ে উঠেছে।

ওয়াং ই বলেন, ব্রিকসভুক্ত দেশগুলোর নিরাপত্তা বিষয়ক উচ্চ-প্রতিনিধিদের বৈঠক হলো ব্রিকসভুক্ত দেশগুলোর রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার মূল ব্যবস্থা। আমাদের অবশ্যই এই ব্যবস্থাকে পূর্ণ ব্যবহার করতে হবে, কৌশলগত সমন্বয় জোরদার করতে হবে, একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের যত্ন নিতে হবে, নিজ নিজ সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা করতে হবে, আন্তর্জাতিক ব্যবস্থার উন্নয়নকে আরও ন্যায্য এবং যুক্তিসঙ্গত দিকে উন্নীত করতে হবে এবং বিশ্ব শান্তি রক্ষায় ইতিবাচক অবদান রাখতে হবে। চীন, সভাপতি দেশ হিসেবে রাশিয়ার কাজকে সমর্থন করবে, কৌশলগত যোগাযোগ গভীরতর করবে এবং ব্যাপক মতৈক্য সংযুক্ত করতে হবে।

সকল পক্ষই ব্রিকস সহযোগিতা ব্যবস্থার অনন্য ভূমিকা এবং উল্লেখযোগ্য ফলাফলের প্রশংসা করে বলে, ব্রিকসভুক্ত দেশগুলো সমতার ভিত্তিতে সমস্ত পক্ষের স্বার্থ বিবেচনা করে এবং এর প্রভাব ও আকর্ষণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

(লিলি/হাশিম/তুহিনা)