সেপ্টেম্বর ১২: প্রেসিডেন্ট সি চিন পিং, চীন আন্তর্জাতিক পরিষেবা মেলা-২০২৪ (সিআইএফটিআইএস)-এর সাফল্য কামনা করে, আজ (বৃহস্পতিবার) একটি বার্তা পাঠান।
বার্তায় তিনি বলেন, সিআইএফটিআইএস সাফল্যের সাথে দশ বার অনুষ্ঠিত হয়েছে। এটি চীনা পরিষেবা শিল্প ও পরিষেবা বাণিজ্যের উচ্চমানের উন্নয়নের প্রাণবন্ত প্রতিফলন। এই মেলা উন্মুক্ত বিশ্ব অর্থনীতি বিনির্মাণে ইতিবাচক অবদান রাখছে।
তিনি বলেন, চীন উচ্চমানের উন্মুক্তকরণের মাধ্যমে উচ্চমানের উন্নয়ন-প্রক্রিয়া আরও বেগবান করবে; উচ্চমানের উন্মুক্তকরণ ব্যবস্থা সুসম্পূর্ণ করবে; পরিষেবা বাণিজ্য সৃজনশীল ও উন্নত করবে; আন্তর্জাতিক উচ্চ মানদণ্ডকে আর্থ-বাণিজ্যিক নিয়মের সঙ্গে সংযুক্ত করবে; পরিষেবা ক্ষেত্রের নিয়মাবলী, ব্যবস্থাপনা এবং মানদণ্ডের পারস্পরিক সংযুক্তির কাজ ত্বরান্বিত করবে; সুশৃঙ্খলভাবে পরিষেবা বাজারের উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে; পরিষেবা শিল্প ও পরিষেবা বাণিজ্য উন্মুক্তকরণ প্ল্যাটফর্মের ফাংশন উন্নত করবে; এবং বাজারায়ন, বৈধকরণ ও আন্তর্জাতিক ব্যবসা পরিবেশ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, চীন বিশ্বের বিভিন্ন দেশের সাথে সুযোগ ভাগাভাগি, যৌথ সহযোগিতা ও উন্নয়ন-প্রক্রিয়া বেগবান করার মাধ্যমে, বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিভিন্ন দেশের জনগণের কল্যাণ বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার মেলাটি বেইজিংয়ে উদ্বোধন হয়। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে: “বৈশ্বিক পরিষেবা: পারস্পরিক কল্যাণ ও ভাগাভাগি”। (প্রেমা/আলিম/ছাই)