ইউএই’র প্রেসিডেন্টের সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক
2024-09-12 19:35:02

সেপ্টেম্বর ১২: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং আজ (বৃহস্পতিবার) সকালে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে বৈঠকে মিলিত হন।

বৈঠককালে লি ছিয়াং প্রথমে প্রেসিডেন্ট মোহাম্মদকে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইউএই রাজনৈতিকভাবে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে এবং দেশ দুটি’র বাস্তবসম্মত সহযোগিতা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অগ্রভাগে রয়েছে। চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট সি চিন পিং দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা ও উন্নয়নের জন্য কৌশলগত পরিকল্পনা তৈরি করতে প্রেসিডেন্ট মোহাম্মদের সাথে বৈঠক করেন। চীন সংযুক্ত আরব আমিরাতের সাথে দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে কাজ করতে, চীন ও ইউএই’র পুঁজি বিনিয়োগ ও সহযোগিতা বিষয়ক উচ্চ-পর্যায়ের কমিটির ব্যবস্থাগত ভূমিকা পালন করতে এবং আর্থ-বাণিজ্য ও জ্বালানিসহ নানা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। চীন যত তাড়াতাড়ি সম্ভব চীন-উপসাগরীয় সহযোগিতা পরিষদের মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শেষ করতে সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য সদস্য দেশের সাথে কাজ করতে ইচ্ছুক।

মোহাম্মদ, প্রেসিডেন্ট সি চিন পিংকে তার আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য লি ছিয়াংকে অনুরোধ করেন। তাঁর দেশ এক-চীন নীতি মেনে চলে এবং যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে’র আওতায় নির্মাণে চীনের কৌশলগত অংশীদার হতে, আর্থ-বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলে তিনি উল্লেখ করেন।

(লিলি/হাশিম/তুহিনা)