সুদানে রাজনৈতিক সমাধানে জাতিসংঘের প্রচেষ্টা বাড়ানোর আহ্বান চীনা রাষ্ট্রদূতের
2024-09-12 20:41:58

সেপ্টেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: সুদানে বিরোধপূর্ণ দলগুলোকে রাজনৈতিক সমাধানের দিকে নিয়ে যেতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে প্রচেষ্টা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি তাই বিং। বুধবার জাতিসংঘে সুদানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে ভোটের ব্যাখ্যায় এমনটা বলেছেন তিনি।

তাই বিং বলেন, এই মুহূর্তে, কাউন্সিলের উচিত রাজনৈতিক সমাধানের সন্ধানে দলগুলোকে সংলাপের দিকে উৎসাহী করা। সুদানের মানবিক সংকট পরিস্থিতি আরও খারাপ হওয়া বন্ধ করতে তাদের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করা উচিত বলেও মনে করেন তাই বিং।

তাই উল্লেখ করেছেন, সুদানে দেড় বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে কোনো পরিবর্তনের ছাপ ধরা পড়েনি, যা লাখ লাখ সুদানিকে একাধিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

এই প্রেক্ষাপটে, নিষেধাজ্ঞার নবায়ন করার হলে তা যুদ্ধক্ষেত্রে অবৈধ অস্ত্রের প্রবাহ থামাতে কিছুটা সাহায্য করবে বলেও জানান চীনা প্রতিনিধি।

উপ স্থায়ী প্রতিনিধি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এমটাই চায় এবং সেই কারণেই চীন খসড়া রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছে।

জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে অস্ত্র নিষেধাজ্ঞা পালন করার জন্য এবং সুদানকে শত্রুতা বন্ধ করে দীর্ঘস্থায়ী শান্তিতে ফিরে আসতে সহায়তার জন্য গঠনমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘে চীনা দূত বলেন, ‘বাণিজ্য নিষেধাজ্ঞা হতে পারে একটি উপায়, তবে সেটাই শেষ কথা নয়।

আন্তর্জাতিক সম্প্রদায়কে সুদানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বানও জানান তাই বিং।

ফয়সল/শান্তা