সেপ্টেম্বর ১২: চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ছেন শিয়াওতোং গতকাল (বুধবার), ফিলিপিন্সের পররাষ্ট্র আন্ডার সেক্রেটারি থেরেসা লাজারোর সঙ্গে বেইজিংয়ে, চীন-ফিলিপিন্স দক্ষিণ চীন সাগর বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনা ব্যবস্থার বিসিএম প্রধান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে তাঁরা সমুদ্রসংশ্লিষ্ট বিষয়াদি, বিশেষ করে ‘সাবিনা শোয়াল’ নিয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেন। চীন সংশ্লিষ্ট ইস্যুতে নিজের মৌলিক নীতি ও অবস্থান পুনরায় তুলে ধরে এবং ফিলিপিন্সকে অবিলম্বে সংশ্লিষ্ট জাহাজ সরিয়ে নেওয়ার তাগিদ দেয়।
বৈঠকে দু’পক্ষ, বিসিএম-সহ বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে, পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়। (প্রেমা/আলিম/ছাই)