সেপ্টেম্বর ১২: ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী গতকাল (বুধবার) রাজধানী বাগদাদে ইরানের সফররত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথভাবে বৈঠক করেছেন। তারা ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতার স্মারকলিপি স্বাক্ষর করেছেন।
বৈঠকে প্রেসিডেন্ট রশিদ বলেন, ইরাক সন্ত্রাসদমন, সীমান্ত নিরাপত্তা ইত্যাদি খাতে দু’দেশের সহযোগিতা জোরদার করতে এবং একসঙ্গে আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা করতে চায়। তা ছাড়া তিনি বলেন, জলবায়ু পরিবর্তন দু’দেশের এমনকি বিশ্বের অভিন্ন চ্যালেঞ্জ, দু’পক্ষের পানি বণ্টন ইস্যুতেও সমবোঝা হওয়া উচিত।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তার দেশ ইরাকের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং অভিন্ন উদ্বেগের সমস্যায় সমন্বয় জোরদার করতে চায়।
বৈঠকে প্রধানমন্ত্রী আল-সুদানী বলেন, ইরাক দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক এবং ইরানের সঙ্গে যৌথভাবে আঞ্চলিক অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করবে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)