‘শরত্কাল’
2024-09-12 10:00:02

100%
0912music
Current Time 0:00
Duration -:-
Loaded: 0%
Stream Type LIVE
Remaining Time -0:00
 
1x
Video Player is loading.


আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম সু সিং। তিনি তার গান রচনার দক্ষতা, আকর্ষণীয় কণ্ঠ ও অসামান্য বাগ্মীতার জন্য পরিচিত। তার হিপ হপ ও ব্লুজ গান চীনের বেশ জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন সু সিংয়ের একটি সুন্দর গান ‘প্রেমে ভয় পায়’।

 

সু সিং ১৯৮৪ সালে চীনের শ্যানসি প্রদেশের রাজধানী সি আনে জন্মগ্রহণ করেন। তার মায়ের প্রভাবে ছোট থেকে সু সিং গান গাইতে খুব পছন্দ করেন। তবে পরিবারের দারিদ্র্যের জন্য তিনি সংগীত প্রশিক্ষণ নেননি। ভালো স্কোরের জন্য ২০০১ সাল সু সিং অস্ট্রেলিয়ায় গিয়ে অধ্যয়ন করার সুযোগ পান, সেখানে তিনি অবশেষে তার পছন্দের সংগীত শিখতে পারেন। ২০০৩ সালে সু সিং গ্লোবাল চাইনিজ রুকি গান প্রতিযোগিতায় অংশ নেন এবং সিডনি অঞ্চলের তৃতীয় পুরস্কার অর্জন করেছেন। ২০০৫ সালে বোলে সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাপিয়ন হয়েছেন। ২০০৭ সালে সু সিং চীনে ফিরে এবং জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘সুপার বয়’ অংশগ্রহণ করে রানাস-আপ অর্জন করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক চীনা দর্শক তাকে জেনেছে, তার সংগীত জীবনও শুরু হয়।

 

২০০৭ সালে সু সিংয় তার প্রথম গান ‘শরত্কাল’ প্রকাশ করেন। যা একটি সুন্দর প্রেমের গান, গানের কথায় প্রায় এমন: অবশেষে শরত্কালে তোমার হাত ছেড়ে দিতে হয়। তুমি চলে যাওয়ার পর শুধু পতিত পাতা আমার কাছে থাকে। আমাদের প্রেম কোনো ফল নেই। অতীতে কথা ভাবতেই তোমার হাসি আমার মনে ভেসে উঠে। প্রতি শরত্কাল তোমাকে মিস করার সময়। গানটি প্রকাশের পর অনেক জনপ্রিয় হয় এবং পরে তার প্রতিনিধিত্বকারী একটি গানে পরিণত হয়। বন্ধুরা এখন আমরা একসঙ্গে শুনবো সু সিংয়ের এই সুন্দর গান ‘শরত্কাল’।

 

গান গাওয়ার পাশাপাশি অসামান্য বাগ্মীতার জন্য সু সিং অনেক টিভি অনুষ্ঠানও হোস্ট করেছেন এবং ভালো সাড়া পেয়েছে। ২০১০ সালে তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘মিস’ মুক্তি পায়। অ্যালবামের প্রায় সব গান তার নিজের রচনা। এতে তিনি নিজের উপায় R&B সংগীত তুলে ধরেন যে তার বৈশিষ্ট্যময় সংগীত শৈলী গঠিত হয়। অ্যালবামটির জন্য তিনি ২০১০ সালে দক্ষিণ-পূর্ব এশিয়া সংগীত অ্যাওয়ার্ডের গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো এই অ্যালবামে সু সিংয়ের একটি জনপ্রিয় গান ‘রোমান্টিক ভ্রমণ’।

 

বিদেশে সংগীত প্রশিক্ষণ গ্রহণ করার জন্য সু সিং পাশ্চাত্য সংগীত শৈলী বিশেষ করে R&B ও হিপ হপ খুব পছন্দ করেন। একই সঙ্গে তিনি চীনের ঐতিহ্যবাহী সংগীত ও লোকসংগীতও পছন্দ করেন। কিভাবে চীনা সংগীত ও পাশ্চাত্য সংগীত মিশ্রণ করে নতুন শৈলীর সংগীত তৈরি করে তিনি সবসময় ভাবছেন। ২০১৪ সালে সু সিং চীনের কুচৌ প্রদেশে ভ্রমণের সময় স্থানীয় তোং জাতির সংগীত আকৃষ্ট হয়েছে, পরে তিনি তোং জাতির সংগীত ও হিপ হপ সংযুক্ত করে গান ‘সুন্দর’ তৈরি করেছেন। বন্ধুরা, এবার আমরা শুনবো এই সুন্দর গান।

 

পাশ্চাত্য সংগীত ও ঐতিহ্যবাহী চীনা সংগীত সংযুক্ত করার পাশাপাশি সু সিং পাশ্চাত্য সংগীত ও প্রাচীন চীনা কবিতার সঙ্গে সংযুক্ত করে গান তৈরি করেন। বন্ধুরা, এবার আমরা শুনবো সু সিংয়ের একটি সুন্দর প্রাচীন চীনা কবিতা ‘প্রজাপতি ও ফুল’ ভিত্তি করে তৈরি করা একটি সুন্দর গান ‘প্রজাপতি ও ফুল’।

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে সু সিং ও অন্য একজন জনপ্রিয় গায়িকা হ্য চিয়ের সঙ্গে গাওয়া সুন্দর গান ‘আমি ভালো থাকার ভান করতে পারি’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।