সেপ্টেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: কৌশলগত সহযোগিতা জোরদার এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও বৃদ্ধি করতে ব্রাজিলের সঙ্গে কাজ করবে চীন। গতকাল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্রাজিলের প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় কমিশন অফিসের পরিচালক ওয়াং ই এ কথা বলেছেন।
ব্রিকসের নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের পাশাপাশি দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। এ সময় ওয়াং ই বলেন, চীন ও ব্রাজিল স্থিতিশীল শক্তি এবং প্রধান উন্নয়নশীল দেশ। বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান অব্যাহত রাখবে দুটি দেশ।
বৈঠকে সেলসো আমোরিম বলেন, ব্রাজিল ও চীন ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। সেইসঙ্গে পারস্পরিক আস্থা এবং কার্যকর সহযোগিতাও নিশ্চিত করেছে।
তিনি জানান, দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ আলাপচারিতা পরবর্তী পর্যায়ের জন্য এগিয়ে নিতে এবং সম্পর্কের আরও উন্নয়ন করতে ইচ্ছুক ব্রাজিল।
এ সময় উভয় পক্ষই ব্রিকস অংশীদারদের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ স্বার্থ রক্ষা করতে ইচ্ছা প্রকাশ করেছে, যাতে বৃহত্তর ব্রিকস সহযোগিতা থেকে আরও ভালো ফলাফল অর্জন করা যায়।
শুভ/শান্তা
তথ্য ও ছবি: সিজিটিএন