সেপ্টেম্বর ১২: চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং, গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত, শানসি প্রদেশের পাওচি শহর ও কানসু প্রদেশের থিয়ানশুই শহর পরিদর্শন করেন।
এ সময় সি চিন পিং পাওচি চায়না ব্রোঞ্জ ওয়ার মিউজিয়াম ও ওয়েইহো নদী ইকোলজিক্যাল পার্ক পরিদর্শন করেন; স্থানীয় পুরাকীর্তি সংরক্ষণ ও সদ্ব্যবহার এবং ওয়েইহো নদীর পরিবেশগত সুরক্ষা ও ব্যবস্থাপনা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
থিয়ানশুই শহরে তিনি ফুসি মন্দির ও মাইজিশান গ্রোটোস পরিদর্শন করেন এবং স্থানীয় ঐতিহ্য রক্ষা ও বৈশিষ্ট্যময় আধুনিক পাহাড়ি ফলশিল্প উন্নয়নের বিষয়ে অবহিত হন। (প্রেমা/আলিম/ছাই)