সেপ্টেম্বর ১২: গতকাল (বুধবার) কিয়েভ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইউক্রেনকে নতুন সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন। এ পরিকল্পনার আওতায়, মার্কিন সরকার আরও ৭০ কোটি মার্কিন ডলার ও ব্রিটিশ সরকার ৬০ কোটি পাউন্ড স্টার্লিং দেবে কিয়েভকে।
সফরকালে ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনের সাথে ‘দূরবর্তী লক্ষ্যবস্তুতে আক্রমণ’-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার এবং তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে রিপোর্ট পেশ করেছেন।
স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ব্লিঙ্কেন ও ল্যামি বুধবার একসঙ্গে কিয়েভ পৌঁছান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন। (সুবর্ণা/আলিম/রুবি)