সেপ্টেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক : ইয়াংশিপিন ফাইভ-জি নতুন মিডিয়া প্ল্যাটফর্মের জন্য একটি উদ্ভাবন ইভেন্ট চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। বুধবারের এ উদ্বোধন অনুষ্ঠানে সিএমজির প্রেসিডেন্ট শেন হাই শিয়ং অংশ নেন।
এই প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করা একাধিক প্রোগ্রাম রয়েছে। ইভেন্টটি নতুন মানের উৎপাদনশীল শক্তি, শিক্ষা, সংগীত, নাটক ও চলচ্চিত্রের মতো ক্ষেত্রগুলোতে ১৮টি উচ্চমানের প্রকল্প চালু করেছে।
এই বছরের শুরু থেকে, ইয়াংশিপিন উচ্চ মানের প্রোগ্রাম এবং বড় আকারের ইভেন্টগুলোর একটি বড় পরিসর চালু করেছে।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি