চীনের বিরুদ্ধে কানাডার একতরফা দমনমূলক ব্যবস্থার হুমকিতে বেইজিংয়ের জবাবি প্রতিক্রিয়া
2024-09-12 17:38:17

সেপ্টেম্বর ১২: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল (বুধবার) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, চীনের বৈদ্যুতিক যানবাহনের উপর বিধিনিষেধমূলক ব্যবস্থা প্রবর্তনের মাত্র অর্ধ মাস পর কানাডা আবারও তথ্য-উপাত্ত উপেক্ষা করে কিছু দেশকে অনুসরণ করে চীনের বিরুদ্ধে একতরফা দমনমূলক ব্যবস্থার নেয়ার হুমকি দিয়েছে। এটি গুরুতরভাবে চীন ও কানাডার শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় বাধা সৃষ্টি করেছে, গুরুতরভাবে চীন-কানাডার আর্থ-বাণিজ্যিক সম্পর্ককে মারাত্মকভাবে প্রভাবিত করেছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থা ও আর্থ-বাণিজ্যিক বিধিগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং বৈশ্বিক শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতায় আঘাত হেনেছে। কানাডার পদক্ষেপ বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন, চীন এর দৃঢ় বিরোধিতা করে বলে মুখপাত্র উল্লেখ করেন।

মুখপাত্র আরো বলেন, চীন, কানাডার প্রতি বাস্তবতাকে সম্মান করা, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে চলা এবং  বারবার একই ভুল না করার তাগিদ দিয়েছে। বেইজিং, অটোয়ার পরবর্তী পদক্ষেপের প্রতি গভীর মনোযোগ দেবে এবং চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার জন্য প্রয়োজননীয় সকল ব্যবস্থা নেবে।

(লিলি/হাশিম/তুহিনা)