সৌদি আরবে লি ছিয়াং
2024-09-11 14:40:39

সেপ্টেম্বর ১১: সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ-এর আমন্ত্রণে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (মঙ্গলবার) স্থানীয় সময় সন্ধ্যায়, বিশেষ বিমানযোগে রিয়াদ পৌঁছান।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে লি ছিয়াং বলেন, চীন-সৌদি ঐতিহ্যবাহী মৈত্রী গভীর। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৩৪ বছরে, দু’পক্ষের অভিন্ন প্রচেষ্টায়, দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক উন্নত হয়েছে এবং দু’দেশের সহযোগিতা থেকে অর্জিত হয়েছে সুফল।

লি বলেন, ২০২২ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট সি চিন পিং প্রথম চীন-আরব, চীন-গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের শীর্ষ সম্মেলনে অংশ নেন। তারপর, এক বছরের বেশি সময়ে, দু’পক্ষ ইতিবাচকভাবে শীর্ষ সম্মেলনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করেছে, পারস্পরিক রাজনৈতিক আস্থা সুসংহত করেছে, বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করেছে, এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদিতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রেখেছে।

তিনি আরও বলেন, এবারের সফরের মাধ্যমে দু’পক্ষ পরস্পরের উন্নয়ন-কৌশলের সংযুক্তির কাজ জোরদার করবে, বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক কল্যাণকর সহযোগিতার সম্প্রসারণ করবে, চীনা ও সৌদি জনগণের মৈত্রীর ভিত্তি আরও দৃঢ় করবে, এবং সার্বিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে। (প্রেমা/আলিম/ছাই)