সেপ্টেম্বর ১১: গতকাল (মঙ্গলবার) আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের ১৬২তম অধিবেশন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়। অধিবেশনে গৃহীত এক প্রস্তাবে, গাজা থাকে সকল ইসরায়েলি সৈন্যের প্রত্যাহার দাবি করা হয়েছে।
অধিবেশনে অংশগ্রহণকারী আরব পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘ফিলাডেলফিয়া করিডোর’ এবং রাফা বন্দরের ফিলিস্তিনি অংশসহ গাজার কোনো এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকতে পারবে না।
তাঁরা আরও বলেন, রাফা বন্দরের জন্য উপযোগী নিয়ম চালু করা জরুরি। সব বাধা নির্মূল করে, গাজায় মানবিক ত্রাণসামগ্রীর অবাধ সরবরাহ নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, রাফা বন্দর গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত, যা মিসরের সীমান্ত এলাকার সাথে সংযুক্ত এবং গাজায় মানবিক ত্রাণসামগ্রী প্রবেশের প্রধান চ্যানেল। তবে, মে মাসের শুরু থেকে রাফা বন্দরের ফিলিস্তিনি অংশ নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি বাহিনী। তখন থেকে এ বন্দর বন্ধ করে দেওয়া হয়। (সুবর্ণা/আলিম/রুবি)