রিয়াদে তৃতীয় বিশ্ব এআই শীর্ষসম্মেলন শুরু
2024-09-11 17:44:17

সেপ্টেম্বর ১১: ৩ দিনব্যাপী তৃতীয় বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই শীর্ষসম্মেলন সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল (মঙ্গলবার) শুরু হয়েছে। এবারের শীর্ষসম্মেলনের প্রতিপাদ্য হল ‘এআই’র ব্যবহার মানবজাতিকে উপহার এনে দেয়’। শীর্ষ সম্মেলনে জাতীয় এআই কৌশল, জেনারেটিভ এআই, ব্যবহারিক প্রয়োগ, নীতি ও নৈতিকতা এবং স্মার্ট শহর এই ৮টি প্রধান ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে।

১০০টি দেশ ও অঞ্চলের ৪৫০ জনেরও বেশি এআই ক্ষেত্রের বিশেষজ্ঞ ও পণ্ডিত এতে অংশ নিয়েছেন। তারা মূল ভাষণ, সংলাপ, গোলটেবিল আলোচনা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এআই’র উন্নয়ন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

শীর্ষ সম্মেলনের আয়োজক সৌদি ডেটা ও এআই ব্যুরোর চেয়ারম্যান আবদুল্লাহ গামদি উদ্বোধনী বক্তৃতায় বলেন, এআই’র উন্নয়ন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, ঐক্য ও সহযোগিতা এসব চ্যালেঞ্জ মোকাবিলার সমাধান।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)