সেপ্টেম্বর ১১: ২০২৩ সালে চীনের পরিষেবা বাণিজ্যের পরিমাণ ৯৩.৩১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ১৯৮২ সালে সংস্কার ও উন্মুক্তকরণ শুরুর সময়ে চীনের পরিষেবা বাণিজ্য পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান চীনের পরিষেবা বাণিজ্যের পরিমাণ সংস্কার ও উন্মুক্তকরণ শুরুর সময়ের চেয়ে ২২৩ গুণ। চীনা রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছে।
চীনা বাণিজ্যমন্ত্রীর সহকারী থাং ওয়েনহং বলেন, সংস্কার ও উন্মুক্তকরণ চীনের পরিষেবা বাণিজ্যের প্রাথমিক উন্নয়ন চালিত করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়ার পর চীন পরিষেবা বাণিজ্যের উন্মুক্তকরণ আরও প্রসারিত করেছে, পরিষেবা বাণিজ্য ব্যবস্থাপনা ক্রমে গড়ে তুলেছে, এতে পরিষেবা বাণিজ্য দ্রুত উন্নয়ন হয়েছে। ২০২৩ সাল পর্যন্ত চীনের পরিষেবা রপ্তানি ও আমদানি যথাক্রমে বিশ্বের অনুপাতের ৪.৫ ও ৭.৫ শতাংশ।
জানা গেছে, ২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের পরিষেবা বাণিজ্যের বার্ষিক গড় বৃদ্ধি হার ৬.২ শতাংশ, যা বিশ্বের গড় বৃদ্ধি হার ও চীনের একই সময়ের পণ্য বাণিজ্যের বৃদ্ধি হারের চেয়ে বেশি।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)