সেপ্টেম্বর ১১: ব্রাজিলের রিও ডি জেনিরোতে গতকাল (মঙ্গলবার) প্রথম চীন-লাতিন আমেরিকা মানবাধিকার গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীন এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল প্রথমবারের মতো মানবাধিকারের ক্ষেত্রে ব্যবস্থাগত বিনিময় ও সেমিনার কার্যক্রমের এ আয়োজন করলো। চীন ও লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ১২০ জনেরও বেশি মানবাধিকার বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষজ্ঞ ও পণ্ডিত এবং সংশ্লিষ্ট সামাজিক সংস্থা, থিঙ্ক ট্যাঙ্ক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা মানবাধিকার উন্নয়নে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন এবং ঐকমত্য তৈরি করেছেন।
চীনের মানবাধিকার গবেষণা সমিতির সভাপতি পেমা ছিলিন তার ভাষণে বলেন, মানব সভ্যতার একীকরণ ও লালন এবং চীন ও লাতিন আমেরিকার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার উদ্যোগের নির্দেশনায় চীন এবং লাতিন আমেরিকার মানবাধিকারের ধারণাগুলো আরও সামঞ্জস্যপূর্ণ, এবং তারা যে মানবাধিকারের পথ বেছে নিয়েছে তার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। পেমা ছিলিন পরামর্শ দিয়েছেন যে, চীন এবং লাতিন আমেরিকার দেশগুলোর একটি অভিন্ন সুরক্ষা ধারণা মেনে চলা, শান্তিপূর্ণ মানবাধিকারের পরিবেশ সৃষ্টি করা, ভাগাভাগির উন্নয়নের ধারণায় অবিচল থাকা, বহুমুখী মানবাধিকার ধারণাকে সম্মান করা, মানবাধিকারের চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং অব্যাহতভাবে মানবাধিকারের সভ্যতার উন্নয়নকে এগিয়ে যাওয়া উচিত্।
(লিলি/হাশিম/তুহিনা)