আফ্রিকাসহ বিশ্বের সাথে সাইবার নিরাপত্তা সহযোগিতা গভীর করতে ইচ্ছুক চীন
2024-09-11 20:05:22

সেপ্টেম্বর ১১: সদ্য সমাপ্ত চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম বেইজিং শীর্ষ সম্মেলনে গৃহীত কর্ম পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে যে, চীন ও আফ্রিকা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে। এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ বুধবার বেইজিং অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে, বেইজিং শীর্ষ সম্মেলনে গৃহীত কর্ম পরিকল্পনা অনুযায়ী, চীন ও আফ্রিকা আন্তঃসীমান্ত ডেটা প্রবাহ, নতুন প্রযুক্তি অ্যাপ্লিকেশন, ইন্টারনেট আইন ও বিধি বিনিময় জোরদার করবে এবং যৌথভাবে বিশ্বব্যাপী ডিজিটাল গভর্নেন্স নিয়ম প্রণয়ন প্রচারকে শক্তিশালী করবে।

মাও নিং বলেছেন যে, সাইবার নিরাপত্তা সব দেশের সামনে একটি অভিন্ন চ্যালেঞ্জ। সাইবার স্পেসে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করা এবং সাইবার শান্তি ও নিরাপত্তা বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ দায়িত্ব। চীন, আফ্রিকাসহ বিশ্বের সব দেশের সাথে সাইবার নিরাপত্তা সহযোগিতা গভীর করার জন্য সক্রিয়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

(স্বর্ণা/হাশিম/লিলি)