চীনের শীর্ষ ৫০০ এন্টারপ্রাইজের উদ্ভাবন বিনিয়োগ ১.৮ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে
2024-09-11 17:44:41

সেপ্টেম্বর ১১: চীনের শীর্ষ ৫০০ এন্টারপ্রাইজ সামিট ফোরাম ১০ ও ১১ সেপ্টেম্বর চীনের থিয়ানচিন শহরে অনুষ্ঠিত হয়েছে। ফোরামে ‘চীনের শীর্ষ ৫০০ এন্টারপ্রাইজ তালিকা ২০২৪’ প্রকাশিত হয়। এতে দেখা যায়, ২০২৩ সালে এসব এন্টারপ্রাইজ গবেষণায় মোট ১.৮ ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে, যা আগের বছরের চেয়ে ১৪.৮৯ শতাংশ বেড়েছে।

চীনা ইঞ্জিনিয়ারিং একাডেমিশিয়ান ও চীন এন্টারপ্রাইজ কনফেডারেশনের বিশেষ আমন্ত্রিত ভাইস প্রেসিডেন্ট ওয়াং জি মিং বলেন, ২০২৩ সালে চীনের শীর্ষ ৫০০ এন্টারপ্রাইজের গবেষণার বিনিয়োগ এর মোট খরচের ১.৯ শতাংশ, যা নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এন্টারপ্রাইজের বৈধ পেটেন্ট ও উদ্ভাবন পেটেন্টের সংখ্যা আগের বছরের চেয়ে যথাক্রমে ৭.৬৬ ও ১৯.৬৭ শতাংশ বেড়েছে। উদ্ভাবন থেকে আউটপুটে পরিণত করার শক্তি অব্যাহত উন্নত হয়েছে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)