সেপ্টেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বিনিময় আরও জোরদার করবে চীন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে আলোচনাকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, একাডেমিক এবং যুব আদানপ্রদান বৃদ্ধি নিয়ে আলোচনা করেন তারা।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে তার নিয়োগের জন্য অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চীনের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
শিক্ষা সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে দেশের প্রধান প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। রাষ্ট্রদূত ইয়াও বিশ্ববিদ্যালয়কে কনফুসিয়াস ইনস্টিটিউট এবং সেন্টার ফর চায়না স্টাডিজকে চীনা ভাষা শিক্ষার প্রচার, আন্তঃ-ইউনিভার্সিটি এক্সচেঞ্জ শক্তিশালী করতে, এবং যৌথ গবেষণা এবং বিদেশে অধ্যয়ন করার সুযোগ বৃদ্ধি করতে উৎসাহিত করেছেন।
উপাচার্য নিয়াজ আহমেদ খান রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে চীনকে বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন চীনা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে চলমান সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাপক উপকৃত হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চীনের সাথে সহযোগিতা সমর্থন করতে সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষা সহযোগিতায় অবদান রাখার জন্য আরও চীনা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য উন্মুখ।
এ সময় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হুই উপস্থিত ছিলেন।
শান্তা/ফয়সল