সেপ্টেম্বর ১১: গতকাল (মঙ্গলবার) সুইজারল্যান্ডের জেনিভায়, বিশ্ব বাণিজ্য সংস্থার ফোরাম আয়োজিত হয়। ফোরামের আওতায়, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের সবুজ রূপান্তরের সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাণিজ্যিক নীতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের ইতিবাচক অবদান নিয়ে আলোচনা করা হয়েছে।
বিশ্বায়ন বুদ্ধিজীবি পরিষদের প্রধান ওয়াং হুই ইয়াও সেমিনার পরিচালনা করেন এবং চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার দেশগুলোর প্রতিনিধিরা সংশ্লিষ্ট আলোচনায় অংশ নেন।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী, বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক উপমহাপরিচালক ই সিয়াও জুন সেমিনারে বলেন, চীনের নতুন জ্বালানিসম্পদ শিল্প বিশ্বের কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাসে ইতিবাচক ভুমিকা পালন করছে। ২০২২ সালে চীনে বায়ুশক্তি ও ফটোভোলটাইক শক্তির ব্যবহারের কারণে, দেশে কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন ৫৭.৩ কোটি টন হ্রাস পায়।
তিনি বলেন, চীনের নতুন জ্বালানিসম্পদ শিল্পের উন্নয়ন কেবল সরকারি ভর্তুকিনির্ভর নয়। ভর্তুকি কখনও স্বাস্থ্যকর উন্নয়নের শিল্প সৃষ্টি করতে সক্ষম নয় না। চীনের নতুন জ্বালানিসম্পদ শিল্প বাজারের প্রতিযোগিতা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে সামনে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, কোনো কোনো দেশ বাণিজ্যে সংরক্ষণবাদ অনুসরণ করায়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চলমান বৈশ্বিক প্রচেষ্টার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। (সুবর্ণা/আলিম/রুবি)