সেপ্টেম্বর ১১: ২১তম চীন-আসিয়ান এক্সপো ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কুয়াংসি চুয়াং স্বায়িত্তশাসিত অঞ্চলের নাননিং শহরে অনুষ্ঠিত হবে। এবার এক্সপোর থিম হবে ‘বন্ধুত্ব, আন্তরিকতা, পারস্পরিক সুবিধা, অন্তর্ভুক্তির ভিত্তিতে অভিন্ন উন্নয়ন, একটি উন্নত ভবিষ্যত তৈরি, চীন-আসিয়ান মুক্ত বাণিজ্য এলাকার নির্মাণ ও উচ্চমানের আঞ্চলিক বৃদ্ধি প্রচার করা’। এক্সপোর আকার প্রায় ২ লাখ বর্গমিটার। তিন হাজারেরও বেশি শিল্পপ্রতিষ্ঠান এতে অংশ নেবে এবং ধারাবাহিক রাজনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রম ও আর্থ-বাণিজিক কার্যক্রমের আয়োজন করবে।
আসন্ন চীন-আসিয়ান এক্সপোতে নতুন মানের উত্পাদন শক্তির পরিবেশনকে মূল কৌশলগত বিষয়বস্তু হিসেবে নতুন করে যুক্ত করা হয়েছে।
চীন-আসিয়ান অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার জন্য ‘অনলাইন এবং অফলাইন’ বৈচিত্রপূর্ণ পরিষেবা প্রদান করা হবে এক্সপোতে। এতে প্রথমবারের মতো প্রদর্শিত পণ্যদ্রব্যের নির্বাচনী অনুষ্ঠান হবে। চীন-আসিয়ান যুব নেতাদের লালনের পরিকল্পনা প্রথমবারের মতো চালু করা হবে এবং যুব বিনিময় ও পারস্পরিক শিক্ষাবিষয়ক একটি ‘ভবিষ্যত প্রকল্প’ চালু করা হবে।
তা ছাড়া, ২১তম চীন-আসিয়ান ব্যবসা ও বিনিয়োগ শীর্ষ সম্মেলন সামনের ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নাননিং শহরে অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনে চীন-আসিয়ান সহযোগিতার নতুন প্রবণতা, নতুন প্রয়োজনীয়তা এবং নতুন বৈশিষ্ট্যকে কেন্দ্র করে পশ্চিম চীনের স্থল-সমুদ্র করিডোর নির্মাণ, নতুন মানের উত্পাদন শক্তি এবং সবুজ অর্থনীতিসহ নানা গুরুত্বর্পূর্ণ বিষয়ে আলোকপাত করা হবে।
(লিলি/হাশিম/তুহিনা)