সেপ্টেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মঙ্গলবার চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং বলেছেন, ইউক্রেন সংকট ছড়িয়ে পড়া ও বৃদ্ধি প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্ক হওয়া উচিত, যাতে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি শান্ত করা যায়।
কেং শুয়াং বৈঠকে বলেন, যুদ্ধক্ষেত্রের সম্প্রসারণ না করা, যুদ্ধকে আর না বাড়ানো এবং আগুনে ঘি না ঢালা-এই তিনটি নীতি মেনে উত্তেজনা হ্রাস করা দরকার।
কেং বলেন, যুদ্ধ ক্রমেই প্রলম্বিত হচ্ছে, দীর্ঘস্থায়ী সংঘর্ষ উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের জন্য অপরিসীম দুর্ভোগ নিয়ে এসেছে, যা একটি গুরুতর মানবিক সংকটের দিকে নিয়ে গেছে।
তিনি সংঘাতের সাথে জড়িত পক্ষগুলোকে শান্ত ও সংযত থাকার, আন্তর্জাতিক আইন, বিশেষ করে যুদ্ধের আইন মেনে চলা, বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলা এড়াতে এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এই ইস্যুতে চীনের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং সামঞ্জস্যপূর্ণ, যা শান্তি আলোচনার প্রচার এবং একটি রাজনৈতিক সমাধান চায়। সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করা উচিত বলেও মনে করে চীন।
শান্তা/ফয়সল