এআই’র সামরিক ব্যবহারে উচ্চ গুরুত্ব দেয় চীন: মুখপাত্র
2024-09-11 19:44:21

সেপ্টেম্বর ১১: দ্বিতীয় সামরিক ক্ষেত্রের দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন গত সোমবার ও মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হয়েছে। এই শীর্ষসম্মেলন সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, এআই’র সামরিক ব্যবহার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার এবং মানবজাতির কল্যাণ ও ভবিষ্যতের সঙ্গে জড়িত, এতে চীন বেশ গুরুত্ব দেয়।

মুখপাত্র বলেন, গত বছরের অক্টোবর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘বিশ্ব এআই পরিচালনা উদ্যোগ’ উত্থাপন করে সার্বিকভাবে চীনের ধারণা ব্যাখ্যা করেন। চীন সবসময় মনে করে আন্তর্জাতিক সমাজের উচিত অভিন্ন, সার্বিক, টেকসই ও সহযোগিতার ভিত্তিতে সংলাপ ও আলোচনার মাধ্যমে এআই’র সামরিক ব্যবহারের ঐকমত্য খোঁজা। এবারের শীর্ষ সম্মেলনে, চীন সার্বিকভাবে দায়িত্ব, জনগণের জন্য, দ্রুত মোকাবিলা, বহুপক্ষবাদ ইত্যাদি পরিচালনার ধারণা ব্যাখ্যা দিয়েছে এবং বিভিন্ন পক্ষের ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। চীন অব্যাহতভাবে উন্মুক্ত ও গঠনমূলক মনোভাব নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতা করে এআই’র উন্নয়ন ত্বরান্বিত করবে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)