ইউননানে শিল্প স্থানান্তরের গতি বাড়াতে বিশেষ আয়োজন
2024-09-11 19:50:16

সেপ্টেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: অন্য প্রদেশের উদীয়মান শিল্প প্রতিষ্ঠানগুলোকে আকর্ষণ করতে সম্প্রতি দক্ষিণ-পশ্চিম চীনের ইউননানের প্রাদেশিক রাজধানী কুনমিংয়ের শিল্প সংক্রান্ত একটি ম্যাচমেকিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের সূত্রে কুনমিং এরই মধ্যে ৩৩০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ পেয়েছে।

‘শিল্প স্থানান্তরের নতুন সুবিধা ভাগ করে নেওয়া এবং যৌথভাবে আন্তর্জাতিক সহযোগিতার একটি উচ্চভূমি তৈরি করা’ এমন থিমকে সামনে রেখে চায়না ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফার অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যাচমেকিং অ্যাক্টিভিটিস (ইউননান) নামের আয়োজনটিতে মূলত ইউননানে বায়োমেডিসিন ও তথ্য শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতে জোর দেওয়া হয়।

এ আয়োজনে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না এবং চায়না মার্চেন্টস ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো মূল শিল্প স্থানান্তর প্রকল্পগুলোর জন্য অর্থায়ন পরিষেবা প্রদান করার ঘোষণা দিয়েছে।

ইউননান প্রদেশের শিল্প ও তথ্য প্রযুক্তি বিভাগ জানাল, এখন পর্যন্ত এ আয়োজনে স্বাক্ষরিত হয়েছে ৯০৩টি প্রকল্প।

ফয়সল/শান্তা