সেপ্টেম্বর ১১: জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশন গতকাল (মঙ্গলবার) স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে।
অধিবেশনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ফিলেমন ইয়ং, জলবায়ু পরিবর্তন, সংঘাত বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে ধীরগতির মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ এবং আঞ্চলিক সংঘাত সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পরিশ্রম করা উচিত। পাশাপাশি, উত্তেজনা কমাতে ও বিশ্বজুড়ে আস্থার পরিবেশ তৈরি করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস তার ভাষণে বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি গুরুতর এবং দারিদ্র্য হ্রাস, বৈষম্য দূরীকরণ, এবং জলবায়ু সংকট সমাধানের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন।
তিনি আরও বলেন, জাতিসংঘ বহুপাক্ষিক সমাধান খোঁজার একটি জায়গা এবং মানবজাতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সাধারণ পরিষদ একটি অপরিহার্য হাতিয়ার হিসাবে রয়ে গেছে। (রুবি/আলিম/সুবর্ণা)