চীনের মানবাধিকার গবেষণা সমিতি প্রতিনিধিদলের মেক্সিকো, চিলি এবং ব্রাজিল সফর
2024-09-11 17:33:37

সেপ্টেম্বর ১১: চীনের মানবাধিকার গবেষণা সমিতির একটি প্রতিনিধিদল ২ থেকে ১০ সেপ্টেম্বর মেক্সিকো, চিলি এবং ব্রাজিল সফর করেছে। সমিতির সভাপতি পেমা ছিলিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রতিনিধি দলটি তিন দেশের প্রাসঙ্গিক পক্ষের প্রতি মানবাধিকারকে সম্মান ও নিশ্চিত করার বিষয়ে সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ মন্তব্য এবং মানবাধিকারের বিষয়ে চীনের সমসাময়িক দৃষ্টিভঙ্গির গভীর পরিচয় তুলে ধরে। তারা বিশেষ করে সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের প্রস্তাবে সার্বিক জনগণতন্ত্রের বিকাশ এবং চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতান্ত্রিক আইন-ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরেন। মানবাধিকারের তাত্ত্বিক গবেষণা, মানবাধিকার জ্ঞানের জনপ্রিয়করণ, মানবাধিকারের আইনী সুরক্ষা এবং মানবাধিকার স্কোরের আন্তর্জাতিক আদান-প্রদানসহ নানা ক্ষেত্রে চীনের পদক্ষেপ এবং সাফল্য তুলে ধরে প্রতিনিধিদলটি।

তিনটি দেশের সর্বস্তরের মানুষ চীনের মানবাধিকার উন্নয়নের ধারণা, পথ এবং অর্জনের প্রশংসা করেন এবং চীনের মানবাধিকার উন্নয়নের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহ প্রকাশ করেন। যৌথভাবে মানবাধিকারের ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলে জানান তারা।

(লিলি/হাশিম/তুহিনা)