‘এক অঞ্চল এক পথ’ শীর্ষ ফোরাম হংকংয়ে উদ্বোধন
2024-09-11 19:41:21

সেপ্টেম্বর ১১: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার এবং হংকং বাণিজ্য উন্নয়ন কাউন্সিলের যৌথ-উদ্যোগে নবম ‘এক অঞ্চল এক পথ’ শীর্ষ  ফোরাম আজ বুধবার হংকংয়ে উদ্বোধন হয়েছে। ‘যোগাযোগ, উদ্ভাবন এবং সবুজ রেশমপথ নির্মাণ করা’ এবারের ফোরামের প্রতিপাদ্য।

উদ্বোধনী বক্তৃতায় হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী লি চিয়া ছাও বলেছেন যে, চীনের সবচেয়ে আগে উন্মুক্ত হওয়া আন্তর্জাতিক শহর হিসাবে, হংকং একটি ‘সুপার সংযোগকারী’ এবং ‘সুপার ভ্যালু-অ্যাডেড’ ভূমিকা পালন করতে পারে। দৃঢ় আইনি ব্যবস্থা এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ এ নীতি সমর্থনের কল্যাণে, সারা বিশ্বের বিনিয়োগকারীরা অর্থ, আইন, প্রকৌশল, লজিস্টিক এবং অন্যান্য দিকগুলোতে হংকংয়ের পেশাদার পরিষেবা সুবিধাগুলো উপভোগ করতে পারে।

লি চিয়া ছাও জোর দিয়ে বলেছেন যে, উদ্ভাবন ও প্রযুক্তি হংকংয়ের ভবিষ্যতের সাথে সম্পর্কিত। হংকং সবুজ প্রযুক্তি এবং গ্রিন ফাইন্যান্সের বিকাশ, নতুন উত্পাদনশীল শক্তি লালন করে টেকসই উন্নয়নের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এবার নিয়ে টানা নবম বছর হংকংয়ে শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। দু’দিনব্যাপী শীর্ষ সম্মেলনে ৭০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৬ হাজার মানুষ অংশগ্রহণ করছে। যার মধ্যে ৮০ জনেরও বেশি রয়েছেন ‘এক অঞ্চল এক পথ’ সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা। জানা গেছে যে এই বছরের ফোরাম ব্যবসায়িক সংযোগ এবং বিনিয়োগ প্রকল্প প্রচার সেশনগুলো অব্যাহত থাকবে এবং একটি প্রদর্শনী এলাকাও থাকবে।

(স্বর্ণা/হাশিম/লিলি)