সেপ্টেম্বর ১০: বাংলাদেশের শাহজাহানপুরে আছে দেশটির সবচেয়ে বড় সবজি-নার্সারী। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে সবজির চারা সরবরাহ করা হয়। এখানে অন্তত ২০টি গ্রামের ২৫ বিঘা জমিজুড়ে ২৫০টিরও বেশি নার্সারিতে সবজির চারা উত্পাদন করা হয়। এসব সবজির মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, পেঁপে এবং হাইব্রিড মরিচ। (অনুপমা/আলিম)