সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
2024-09-11 19:54:11

সেপ্টেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।

আগস্ট মাসে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে এটি তার দ্বিতীয় ভাষণ। এর আগে গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা।

শান্তা/ফয়সল