সাংহাই সহযোগিতা সংস্থার নারী ফোরামে সি চিন পিংয়ের অভিনন্দন বার্তা
2024-09-11 19:37:42

সেপ্টেম্বর ১১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ বুধবার সাংহাই সহযোগিতা সংস্থার নারী ফোরামে একটি অভিনন্দন পার্তা পাঠিয়েছেন।

প্রেসিডেন্ট সি উল্লেখ করেছেন যে, নারীরা মানব সভ্যতা এবং সামাজিক অগ্রগতির গুরুত্বপূর্ণ প্রবর্তক এবং জীবনের সর্বক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। সাংহাই সহযোগিতা সংস্থার নারী ফোরাম অনুষ্ঠিত হওয়ার পর থেকে, সারা বিশ্বের নারীরা ‘সাংহাই চেতনা’কে সমুন্নত রেখেছে এবং একটি অভিন্ন কল্যাণের সাংহাই সহযোগিতা সংস্থার কমিউনিটি গঠনে নিজের অবদান রেখেছে। আশা করা যায় যে, ফোরামটি বিভিন্ন দেশের জনগণের মধ্যে পারস্পরিক সখ্যতা এবং ‘হৃদয় থেকে হৃদয়ে’ যোগাযোগের প্রচারে ইতিবাচক ভূমিকা পালন করবে এবং সাংহাই সহযোগিতা সংস্থার জনগণের সাথে জনগণের সম্পর্ক দৃঢ় করার জন্য নতুন প্রেরণা যোগ করবে। চীন ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং নারী উন্নয়নের জন্য সকল পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক এবং যৌথভাবে সাংহাই সহযোগিতা সংস্থাকে আরো ভালো করে তোলার জন্য চেষ্টা চালাতে ইচ্ছুক।

সাংহাই সহযোগিতা সংস্থার নারী ফোরাম বুধবার শানতুং প্রদেশের ছিংতাও শহরে উদ্বোধন হয়েছে। এবারের ফোরামের প্রতিপাদ্য ‘ডিজিটাল ক্ষমতায়ন এবং অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ’।

(স্বর্ণা/হাশিম/লিলি)