চীনে পাইকারি ও খুচরা শিল্পের কোম্পানির সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে
2024-09-11 18:52:05

সেপ্টেম্বর ১১: ২০২৩ সালের শেষ নাগাদ চীনের পাইকারি ও খুচরা শিল্পের কোম্পানির সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে, যা ১৯৫৭ সালের চেয়ে প্রায় ৭৭ গুণ। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর আজ (বুধবার) প্রকাশিত গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাফল্য সম্পর্কিত ধারাবাহিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর বাণিজ্য ও ভোগের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে। গত ৭৫ বছর ধরে চীনের বাণিজ্যিক ব্যবস্থায় অব্যাহতভাবে গভীর সংস্কার সাধন করা হয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংস্থা অনেক বৃদ্ধি পায়।

জাতীয় অর্থনীতির টেকসই বৃদ্ধি ভোগ বাজারের উন্নয়নের জন্য শক্তিশালী সমর্থন প্রদান করেছে। ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রির পরিমাণ ১৯৫২ সালের ২৭.৭ বিলিয়ন ইউয়ান থেকে ২০২৩ সালের ৪৭ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত হয়েছে। ২০২৩ সালে চূড়ান্ত ভোগ ব্যয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ৮২.৫ শতাংশ অবদান রেখেছে, ভোগের বৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নকে স্থিতিশীল করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চীনের ভোগের কাঠামো ক্রমে অপ্টিমাইজ করা হয়েছে, ভোগ স্পষ্টভাবে আপগ্রেড হচ্ছে। তা ছাড়া ভোগ বাজারের উদীয়মান ব্যবসা মডেল উন্নয়ন হয়েছে, উচ্চমানের উন্নয়ন ক্রমাগতভাবে অগ্রসর হচ্ছে। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত অনলাইন খুচরা বিক্রির পরিমাণ গড় বার্ষিক বৃদ্ধি হার ২০ শতাংশেরও বেশি, অনলাইন বিক্রির মডেল অব্যাহতভাবে বিস্তৃত হচ্ছে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)