কৌশলগত পরামর্শ ও সহযোগিতা জোরদার করতে সম্মত চীন ও রাশিয়া
2024-09-11 19:53:19

সেপ্টেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীন রাশিয়ার সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের কৌশলগত অর্থকে ক্রমাগত সমৃদ্ধ করতে ইচ্ছুক। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ান ফেডারেশন নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন।

চীনের সেন্ট্রাল কমিশন ফর ফরেন অ্যাফেয়ার্স অফিসের পরিচালক এবং সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মৌলিক নির্দেশনার ফলে এক শতাব্দিতে নজিরবিহীন পরিবর্তনের মধ্যেও চীন-রাশিয়ার সম্পর্ক স্থিতিশীল রয়েছে এবং সুষ্ঠুভাবে বিকশিত হয়েছে।

ওয়াং বলেন, এই বছর, চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকীর নতুন সূচনা বিন্দুর উপর ভিত্তি করে, উভয় পক্ষ সর্বস্তরে আদান-প্রদান বজায় রেখেছে, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের দ্বারা উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করেছে।

তিনি জোর দিয়ে বলেন, চীন রাশিয়ার সাথে কৌশলগত যোগাযোগ জোরদার করতে ইচ্ছুক, চীন-রাশিয়া কৌশলগত নিরাপত্তা পরামর্শ প্রক্রিয়া এবং ব্রিকসের উচ্চ প্রতিনিধিদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থার সভাতে ভূমিকা পালন করতে এবং চীন-রাশিয়ার কৌশলগত সম্পর্কের অর্থকে ক্রমাগত সমৃদ্ধ করতে ইচ্ছুক।

শোইগু বলেছেন যে রাশিয়া ও চীনের মধ্যে উচ্চ-স্তরের বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা রাশিয়া-চীনের কৌশলগত সহযোগিতার উচ্চ স্তরকে তুলে ধরেছে।

তিনি ব্রিকসের পালাক্রমিক চেয়ার হিসাবে রাশিয়ার সমর্থনের জন্য চীনকে ধন্যবাদ জানান এবং চীনের সাথে কৌশলগত যোগাযোগ জোরদার করতে, সহযোগিতার ঘনিষ্ঠ সমন্বয় এবং আগামী মাসে কাজানে ব্রিকস নেতাদের শীর্ষ সম্মেলনের সাফল্য নিশ্চিত করতে রাশিয়ার ইচ্ছা প্রকাশ করেন।

শান্তা/ফয়সল