ইউক্রেন সংঘাতের সংশ্লিষ্ট পক্ষগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনা শুরু করার আহ্বান চীনের
2024-09-11 19:40:18

সেপ্টেম্বর ১১: চীন, ইউক্রেন সংঘাত সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজনৈতিক সদিচ্ছা দেখাতে, একে অপরের সাথে সহযোগিতা করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদ ইউক্রেন ইস্যু পর্যালোচনা করার সময় এ কথা বলেন।

কেং শুয়াং বলেছেন যে, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বন্ধ করা এবং একটি রাজনৈতিক সমাধান চাওয়া সব পক্ষের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। বর্তমান সর্বোচ্চ অগ্রাধিকার হল ‘যুদ্ধক্ষেত্র সম্প্রসারণ না করা, যুদ্ধের মান উন্নীত না করা এবং সব পক্ষের উষ্কানি বন্ধ করা। এই তিনটি নীতি মেনে চলা এবং যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি শান্ত করা বর্তমানের সবচেয়ে জরুরি ব্যাপার। চীন আবারও সংঘাতের পক্ষগুলোকে শান্ত ও সংযত থাকার, আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইনকে মেনে চলার এবং বেসামরিক ব্যক্তি ও ব্যবস্থার ওপর হামলা না করার, সেইসাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা না করার আহ্বান জানিয়েছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি উদ্দেশ্যনির্ভর ও ন্যায্য অবস্থান বজায় রাখতে, পরিস্থিতি তৈরি করতে এবং সরাসরি সংলাপ ও আলোচনা পুনরায় শুরু করার জন্য দুই পক্ষের সহায়তা প্রদানের আহ্বান জানাই।

কেং শুয়াং জোর দিয়ে বলেছেন যে, চীন এবং ব্রাজিল যৌথভাবে ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক সমাধানের জন্য ‘ছয়-দফা ঐকমত্য’ জারি করেছে, যা বেশিরভাগ দেশের সাধারণ প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ। চীন ‘গ্লোবাল সাউথ’ এবং প্রাসঙ্গিক দেশগুলোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে এবং সঙ্কটের রাজনৈতিক সমাধানের জন্য গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।

(স্বর্ণা/হাশিম/লিলি)