সেপ্টেম্বর ১০: যুক্তরাষ্ট্রের ডোপিং বোরোধী সংস্থায় (ইউএসএডিএ) বিদ্যমান দীর্ঘস্থায়ী ত্রুটিগুলো ‘বিস্তৃত ও সার্বিক’ সংশোধন করার দাবি জানিয়েছে বৈশ্বিক ডোপিং বিরোধী সংস্থা (ডব্লিউএডিএ)।
ইউএসএডিএ বোর্ড অফ গভর্নরস চেয়ারম্যান টবি স্মিথের কাছে সম্প্রতি দেওয়া চিঠিতে, ডব্লিউএডিএ উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্রের ৯০% ক্রীড়াবিদ আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যান্টি-ডোপিং ব্যবস্থায় সুরক্ষিত নয়, বিশেষ করে কলেজ ক্রীড়াবিদ এবং পেশাদার লীগ ক্রীড়াবিদরা। বিদেশী কলেজ ক্রীড়াবিদদের যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণকে ‘ডোপিং ছুটি’ বলা হয়। তারা অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন, যার ফলে অন্যায্য প্রতিযোগিতা হয়। এমনকি যে ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়, তাদের ওপরে ইউএসএডিএ’র পরিচালিত পরীক্ষার সংখ্যা গুরুতরভাবে অপর্যাপ্ত। তাছাড়া ইউএসএডিএ ‘গোপন তথ্য’ পাওয়ার নামে যারা গুরুতর ডোপিং লঙ্ঘন করেছে এসব ক্রীড়াবিদদের তথাকথিত ‘আন্ডারকভার’ হয়ে প্রতিযোগিতায় অব্যাহতভাবে অংশগ্রহণ করার অনুমতি দেয়। যা বিশ্ব ডোপিং বিরোধী কোড গুরুতরভাবে লঙ্ঘন করে।
এ ছাড়াও, ডব্লিউএডিএ ইউরোপ এবং অন্যান্য অঞ্চলের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে জেনেছে যে, যুক্তরাষ্ট্র একটি বিশাল ডোপিং বিক্রয় ও বিতরণ বাজার। এটি শুধুমাত্র ক্রীড়াঙ্গনের একটি সমস্যা নয়, এটি একটি সামাজিক সমস্যাও।
এ পরিপ্রেক্ষিতে, ডব্লিউএডিএ ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া থেকে ৩২টি জাতীয় ও আঞ্চলিক ডোপিং বিরোধী সংস্থার চিঠির অনুরোধে ইউএসএডিএকে তার নিজস্ব সমস্যাগুলো সংশোধন করতে জোর দাবি জানিয়েছে।
(স্বর্ণা/হাশিম/লিলি)