সেপ্টেম্বর ১০: ইসরায়েল আজ (মঙ্গলবার) মধ্যরাতে দক্ষিণ গাজার খান ইউনিস মাওয়াসি অঞ্চলে বিমান হামলা চালিয়েছে, এতে অন্তত ৪০ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। ফিলিস্তিনের গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আজ এ খবর দিয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আরো জানায়, ২০টি শরণার্থী তাঁবু হামলায় ধ্বংস হয়েছে। ‘কঠিন পরিস্থিতিতে’ উদ্ধার কাজ চালানো হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী একই দিনে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে, তারা গাজার খান ইউনিস অঞ্চলের হামাসের বিরুদ্ধে হামলা চালিয়েছে। হামাস সামাজিক যোগাযোগ গণমাধ্যমে বলেছে, ইসরায়েলের এ দাবি ‘একদম মিথ্যা’।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)