থিয়ানচিনে ১০ বিলিয়ন ঘনমিটার জল সরবরাহ
2024-09-10 18:20:41

সেপ্টেম্বর ১০: দক্ষিণ-থেকে-উত্তর, জলের স্থানান্তর প্রকল্পের মধ্য রুটে আজ (মঙ্গলবার) পর্যন্ত থিয়ানচিন শহরকে ১০ বিলিয়ন ঘনমিটারের জল সরবরাহ করা হয়েছে, যা থেকে ১৩ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হয়েছে।

দক্ষিণ-থেকে-উত্তর, জলের স্থানান্তর প্রকল্পের একজন কর্মকর্তা বলেন, পানি সরবরাহের নিরাপত্তা ও পানির মান উন্নত করার জন্য উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম প্রবর্তন করা হয়েছে, প্রকল্পের বুদ্ধিমত্তা ও অটোমেশনের মাত্রা উন্নত করা হয়েছে। এখন পর্যন্ত দক্ষিণ-থেকে-উত্তর, জলের স্থানান্তর প্রকল্পের মধ্য রুট ১০ বছর ধরে নিরাপদে ও স্থিতিশীলভাবে চালু রয়েছে, পানি সরবরাহের পরিধিও অব্যাহতভাবে বাড়ছে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)