‘হ্যালো’
2024-09-10 11:50:33

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী আ দু-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

আ দু, তাঁর আসল নাম দু ছেং ই। ১৯৭৩ সালের ১১ মার্চ সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন, তিনি সিঙ্গাপুরের বিখ্যাত একজন কণ্ঠশিল্পী।

২০০২ সালে আ দুর প্রথম অ্যালবাম ‘কালো আকাশ’ প্রকাশিত হয়। সেই বছর এই অ্যালবাম বিক্রি হয় ১৫ লাখেরও বেশি কপি। একই বছর তার আরেকটি অ্যালবাম ‘অবিরত লেগে থাকা’ বাজারে আসে। ২০০৩ সালের ১ ডিসেম্বর আ দুর অ্যালবাম ‘হ্যালো’ প্রকাশিত হয়। একই বছর তিনি এই অ্যালবামের অন্যতম গান ‘সে নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে’ নিয়ে তৃতীয় ‘শীর্ষ চীনা সঙ্গীত’ এর বার্ষিক দশটি গানের পুরস্কার লাভ করেন।

বন্ধুরা, এখন শুনুন আ দু’র গান ‘হ্যালো’। গানের কথায় বলা হয়, আমি শান্তভাবে বলতে চাই "অনেক দিন দেখিনি"। আমার চিন্তা হল যে, তুমি পরিবর্তন করবে না।  সেই বছর সেই বসন্তে,  আমি যা বলতে চাই তা আমার চোখে লেখা আছে।  আমি আরও ভেবেছিলাম যে, সবকিছু চিরতরে বদলে যেতে পারে। লম্বা চুলে বাতাসের ছায়া লেগে থাকে, কে মিস করে? আমি এখনও তোমার যত্ন মিস করি। হ্যালো, আমার চোখ লাল হ্যালো, আরও একটি বছর কেটে গেছে।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন আ দু’র গান ‘সে নিশ্চয় তোমাকে খুব ভালোবাসে’। গানের কথায় বলা হয়, আমি তোমাকে জন্মদিনে সারপ্রাইজ দিতে চাই। তুমি কাছাকাছি আছো, দুটি কণ্ঠস্বর আছে। আমি পাহারা দেওয়া বন্ধ করি এবং সেখানে শুধু স্তব্ধ দাঁড়িয়ে আছে। আমার গাড়ির নিচে থাকা উচিত, গাড়িতে নয়।  দেখো তুমি কত মিষ্টি। এইভাবে, হাল ছেড়ে দেওয়া আমার পক্ষে সহজ হবে। আমাকে ছেড়ে যাওয়ার সাহস দিও। সে অবশ্যই তোমাকে খুব ভালবাসবে এবং আমার সাথে নিজেকে তুলনা করবে।  ব্রেক আপ হতে মাত্র এক মিনিট লেগেছিল।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন আ দু’র গান ‘প্রতিদিন তোমাকে দেখি’। গানের কথায় বলা হয়, শুরু থেকেই ভুল বোঝাবুঝি, তোমার জেদ এবং আপসহীন সম্পর্কে।  আমি চলে যাওয়ার সাথে সাথেই আমি দুঃখিত। কারণ তুমি খুব দৃঢ়ভাবে ভালোবাসো। আমি নির্বোধ প্রশ্ন আটকে আছি। উদাহরণস্বরূপ, আমি কিভাবে তোমাকে ভালবাসতে পারি? এভাবে চলে গেলে আমার হৃদয় কাঁচের মত ভেঙ্গে যাবে।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে যাচ্ছি আ দু’র আরেকটি গান, গানের নাম ‘এত দূরে, এত লম্বা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আ দু-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও গান হবে, কথাও হবে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)