সার্বিয়ায় মহাসড়ক তৈরি করছে চীনা কোম্পানি
2024-09-10 11:01:55

সেপ্টেম্বর ১০: গতকাল (সোমবার) সার্বিয়ার বেলগ্রেডে, জ্রেনজানিন মহাসড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন, সেদেশের   প্রধানমন্ত্রী আলেসান্দার ভুচিচ।

এ সময় তিনি বলেন, চীনা কোম্পানি কর্তৃক নির্মিতব্য এই মহাসড়ক সার্বিয়ার বানাত এলাকা ও জ্রেনজানিন শহরের আশেপাশের এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এবং এ থেকে স্থানীয় জনগণ উপকৃত হবে।

 অনুষ্ঠানে নির্মাতা কোম্পানি চীনের শানতুং হাইওয়ে গ্রুপের প্রধান ওয়াং ছি ফেং বলেন, জ্রেনজানিন মহাসড়ক হবে চীন-সার্বিয়া সহযোগিতার কাঠামোয় এ ধরনের প্রথম প্রকল্প। শানতুং হাইওয়ে গ্রুপ সার্বিয়ার সাথে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরও অবদান রাখার চেষ্টা করবে।  

উল্লেখ্য, জ্রেনজানিন মহাসড়কের মোট দৈর্ঘ্য হবে ১০৫.৪ কিলোমিটার। এটি সার্বিয়ার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাকে সংযুক্ত করবে। (সুবর্ণা/আলিম/রুবি)