রাশিয়া সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
2024-09-10 19:30:54

সেপ্টেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: চলতি সপ্তাহে ব্রিকস উদীয়মান অর্থনীতির একটি নিরাপত্তা বৈঠকে যোগদান করতে রাশিয়া সফরে যাবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে বলেছেন, সিনিয়র রুশ কর্মকর্তা সের্গেই শোইগু’র আমন্ত্রণে ওয়াং ব্রিকস ‘নিরাপত্তা বিষয়াদিতে দায়িত্বরত উচ্চপদস্থ কর্মকর্তা’ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি বৈঠকে যোগ দেবেন।

মাও জানান, বুধবার ও বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আগামী মাসে ব্রিকস সম্মেলনের আগে ওয়াং এ সফর করতে যাচ্ছেন। প্রেসিডেন্ট সি চিনপিংব্রিকস সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ব্রিকস পাঁচ উদীয়মান দেশ- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ  আফ্রিকার আদ্যাক্ষরের সমন্বয়ে নামকরণকৃত জোট। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা এ দেশগুলোর বাসিন্দা। জোটটি গঠিত হওয়ার পর থেকেই প্রসারিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও ইরানসহ বৃহৎ উদীয়মান অর্থনীতির রাষ্ট্র জোটটিতে অন্তর্ভুক্ত হয়েছে।

নাহার/শান্তা